নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন কোহলি-রাহুল সেখান থেকেই শুরু করলেন রিজার্ভ ডের দিনে। দিনের শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। উইকেট কিছুটা ভেজা থাকলে পেসাররা সাধারনত বাড়তি সুবিধা পান, কিন্তু কলম্বোতে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দেখা গেছে উল্টো চিত্র।
পাকিস্তানের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। কোহলি-রাহুলের উইকেট ফেলতেও ব্যর্থ হন শহীদ-নাসিমরা। ফলে পাকিস্তানকে ৩৫৭ রানের বড় টার্গেট দেয় ভারত।
এরমধ্যে এই দুই ব্যাটার তুলে নেন নিজেদের সেঞ্চুরি। ১০০ বলে ১০০ রান করেন রাহুল। আরও বেশি আক্রমণাত্মক মেজাজে খেলেছেন কোহলি। তিনি নিজের শত রান তুলতে খরচ করেন ৮৪ বল।
চতুর্থ উইকেটে এসে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটি গড়েন। আর তাতেই ৩৫৭ রানের বড় টার্গেট দাড়ায় পাকিস্তানের সামনে। ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান। বিরাট ও রাহুল দুজনই থাকেন অপরাজিত। বিরাট করেন ৯৪ বলে ১২২ রান আর রাহুল ১০৬ বলে করেন ১১১ রান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাকিস্তান ভারত রিজার্ভ ডে এশিয়া কাপ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh