সব দায়িত্ব আমার একার না: সাকিব

ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এক ম্যাচ বাকী থাকতেই এশিয়া কাপ শেষ টাইগারদের। সুপার ফোরের শেষ ম্যাচের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাকিব বলেন, সব দায়িত্ব আমার একার না। সবারই কিছু দায়িত্ব আছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের দায়টা সবার ওপরই দিয়েছেন সাকিব। সেইসঙ্গে জানিয়েছেন ভারতের বিপক্ষে নিজেদের সম্ভাবনার কথাও।

শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সাকিব জানিয়েছিলেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তার নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব, আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।

ভারতের সঙ্গে ম্যাচে লক্ষ্য নিয়ে জানতে চাইলে সাকিব পাল্টা জিজ্ঞেস করেন, আপনি নামলে কী করতেন? নামার আগে? (অবশ্যই জেতার চেষ্টা করতাম)। তারপর সাকিব বলেন, আমরাও সেটা চেষ্টা করছি।

এর আগে শুরুতে ভারত ম্যাচ নিয়ে, উইকেট প্রসঙ্গে এবং নিউ জিল্যান্ড সিরিজে থাকবেন কি-না এমন প্রশ্নে সাকিবের উত্তর ছিল আক্রমণাত্মক। যেমন জিতবেন কি-না, এমন প্রসঙ্গে প্রশ্নে সাকিবের উত্তর ছিল, আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও টুর্নামেন্টে আমাদের সমস্যা হয়- বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্ষেপে যান সাকিব। পাল্টা প্রশ্নে সাকিব জিজ্ঞেস করেন, আমরা কি এখানে কালকের ভারত ম্যাচ নিয়ে কথা বলছি?

ভারত কঠিন না সহজ প্রতিপক্ষ? এমন সরল প্রশ্নেও সাকিবের উত্তর ছিল বাঁকা, এটা তো খেলার পরে বলতে পারবো। খেলার আগে কীভাবে বলবো— সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো। যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //