আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেনও।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এই ঘটনার তদন্তে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন ক্রিশান কুমার চৌধুরি যিনি একটি ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশিদার।
এছাড়া আরেকটি ফ্র্যাঞ্চাইজির অংশিদার, পরাগ সাংভি, ব্যাটিং কোচ আসহার জাইদি, ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও সহকারী কোচ শাদাব আহমেদকে অভিযুক্ত করা হয়েছে।
নাসিরের বিপক্ষে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ৭৫০ ডলারের একটি উপহারের রিসিট দেখাতে পারেননি নাসির। সেই সঙ্গে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতে ব্যর্থ হয়েছেন নাসির। এমনকি আইসিসির তদন্তে সহযোগীতা করতেও ব্যর্থ হয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাসির হোসেন টি-টেন লিগ আবুধাবি আইসিসি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh