ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র ১২ দিন বাকি। এশিয়া কাপ ও ইনজুরির কারণে এতো দিন দল ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে বৈঠকের পর আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দল ঘোষণার কথা জানায় তারা।
আজ ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শাদাব খানকে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, আগা সালমান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
রিজার্ভ : মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, জামান খান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাকিস্তান বিশ্বকাপ বিশ্বকাপের দল ঘোষণা ক্রিকেট
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh