বিশ্বকাপ খেলতে ভারতে রওয়ানা হওয়ার ৪৮ ঘণ্টা আগেও ভারতের ভিসা পায়নি পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাই এই ব্যাপারে চরম হতাশা জানিয়েছে আইসিসির কাছে।
আগামী বুধবার সকালে হায়দ্রাবাদের উদ্দেশে দেশ ছাড়ার কথা পাকিস্তানের। শুক্রবার সেখানকার রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডেরর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভিসা বুঝে পাননি পাকিস্তান দলের ক্রিকেটার ও কর্মকর্তারা।
এই ব্যাপারে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যাত্রার আগেই ভিসা পেয়ে যাওয়ার আশ্বাস মিলেছে। দশ দলের টুর্নামেন্টে একমাত্র পাকিস্তানই এখনো পর্যন্ত ভিসা পায়নি।
আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র লিখিত পত্র থাকলেও ভিসা পেতে অস্বাভাবিক দেরি হচ্ছে দলটির। সোমবার সকালে দুবাই হয়ে হায়দরাবাদ পৌঁছার কথা পাকিস্তান দলের।
গত এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটিতে যেতে চায়নি ভারত। টুর্নামেন্টের ভারতের সবগুলো ম্যাচ ও সুপার ফোরের খেলা তাই হয় শ্রীলঙ্কায়। ভারত অনড় থাকায় হাইব্রিড মডেলে এশিয়া কাপের প্রস্তাব আসে পাকিস্তানের কাছ থেকেই। এর আগে ভারত দল পাকিস্তান সফর না করলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুমকি দিয়েছিল। পরে নিজেদের সিদ্ধান্ত থেকে পরে সরে আসে তারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh