ইংলিশ পরীক্ষায় ফেল করল বাংলাদেশ। ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২৭ রানেই অলআউট হয়ে গেল টাইগাররা। ফলে ১২৮ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে সাকিব-লিটনরা।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।
ব্যাট হাতে এদিন শুরুতেই তিন টপ-অর্ডারকে হারায় বাংলাদেশ। লিটন দাস একপ্রান্ত আগলে রাখলেও গতির ঝড় তুলে অপরপ্রান্ত থেকে উইকেটে আদায় করেন ইংলিশ পেসার রিস টপলি। তার আগ্রাসী বোলিংয়ে ২৬ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। ধংসস্তুপের মধ্যে বেশিক্ষণ টিকতে পারেনি মিরাজও। তবে এরপর মুশফিককে নিয়ে পরিস্থিতি সামাল দেয় লিটন।
অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে স্কোরবোর্ডে ১০০ রান পার করে। ক্রিস উকসের বলে বাটলারের গ্লাভসে হাতবন্ধি হয়ে ৭৬ রানে মাঠ ছাড়তে হয় তাকে। ৬৬ বলে তার ইনিংসটি সাজানো ছিলো ২টি ছয় ও ৭টি চারে।
লিটনের পর তাওহিদ হৃদয়কে নিয়ে লড়ছিলেন মুশফিক। তবে ফিফটির পর টপলির বলের কাছে হারতে করতে হয়েছে তাকেও। এরপর ৩৯ রানে ফেরেন হৃদয়। পরে শেষ দিকে টেলেন্ডারদের লড়াইয়ে বাংলাদেশের ইনিংস থামে ৪৮.২ ওভারে ২২৭ রানে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh