ভারতের বিপক্ষে সাকিবকে কি পাচ্ছে বাংলাদেশ

চেন্নাইয়ে বিশ্বকাপ ক্রিকেট আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ পায়ের পেশিতে টান পড়ে সাকিব আল হাসানের। ম্যাচের পর পরই হাসপাতালে এমআরআই স্ক্যান করা হয় তার। কিন্তু রিপোর্টে কি এসেছে তা প্রকাশ্যে আনছেন না কেউই। একদিন পর বিসিবি বিবৃতি দিলেও তাতে ছিল না স্পষ্ট কোনো বক্তব্য। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায়ও মিলল অনিশ্চয়তার বার্তা। 

চেন্নাই থেকে পুনে এসে টানা দুদিন বিশ্রামে আছে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হবে অনুশীলন। আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে বড় ম্যাচ। 

এদিকে ফিজিওর ভাষ্য দিয়ে বিসিবি জানায়, সাকিবের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিদিন বিষয়টি খতিয়ে দেখা হবে। 

তবে বিসিবির এই বিবৃতিতে চেপে যাওয়া হয় সাকিবের চোট কতটুকু গুরুতর।

এদিকে, আজ সোমবার (১৬ অক্টোবর) টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাকিবের বিষয়ে জানতে চাওয়া হলে শুরুতে তিনিও কিছুটা রাখঢাক করে বলেন, ‘সাকিব ভালো আছে, ব্যাথামুক্ত আছে। তবে এখনো যেহেতু মাঠে যায়নি, পুরো চিত্র বলা যাবে না। আমরা আশা করছি এই ম্যাচের আগে তাকে পাব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু টিআরের ব্যাপার। মাঠে না গেলে...আস্তে হাঁটা আর দৌড়ের মধ্যে অবশ্যই তফাৎ আছে…যেহেতু রান নিতে গিয়ে ব্যথা পেয়েছে…মাঠে গিয়ে দেখা যাবে… সে যদি স্বস্তিতে থাকে… সে চাচ্ছে খেলতে। নির্ভর করে ওর ফিটনেসের উপর।’

এক ম্যাচ খেলিয়ে সাকিবের ক্যারিয়ার হুমকিতে ফেলতে চান না বলেও জানালেন সুজন। তিনি বলেন,  ‘টুর্নামেন্টের এখনো ছয়টা ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলে সে পুরো টুর্নামেন্ট মিস করুক। এটা ডাক্তারের কল, ফিজিওর কল। সাকিব নিজেও হয়তবা বুঝবে। আমরা চাই না এটা খেলে তার ক্যারিয়ারের জন্য কোন ক্ষতি হোক। ফিজিও বিষয়টা দেখবে। যদি এমন হয় এই ম্যাচ তাকে ছাড়া খেলতে হবে তাহলে আমরা সেটাই করব।’

বলা বাহুল্য, সাকিবের চোটের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে সতর্ক পথে হাঁটছে বিসিবি। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর যদি তার চোট বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে তাহলে কোন ঝুঁকি নেওয়া হবে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //