হ্যাট্রিক জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার

প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে বিশ্বকাপে হ্যাট্রিক জয়ের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে ডাচদেরও ধারাশায়ী করার ব্যাপারে আশাবাদি প্রোটিয়ারা। অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম  দুই ম্যাচেই হেরেছে নেদারল্যান্ডস। দারুন ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিতে চায় নেদারল্যান্ডস। ধর্মশালায় বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দু’দলের ম্যাচটি।

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডের বন্যা বইয়ে ১০২ রানের জয় পেয়েছিলো প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের সেঞ্চুরিতে বিশ্বকাপে রেকর্ড ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা ৩২৬ রানে গুটিয়ে গেলে সহজ জয়ে বিশ্বকাপ শুরু করে প্রোটিয়ারা।

দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ১৩৪ রানে রেকর্ড জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার করা ৩১১ রানের জবাবে ১৭৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

এদিকে, আপসেট ঘটিয়ে এবারের বিশ্বকাপ শুরুর লক্ষ্য ছিলো নেদারল্যান্ডসের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮১ রানের হার বরণ করে নেয় ডাচরা। পাকিস্তানের ২৮৬ রানের টার্গেটে ২০৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। কোন মতে একশর নীচে হারের ব্যবধান নামিয়ে আনতে পারে। নিউজিল্যান্ডের ৩২২ রানের জবাবে ২২৩ রান পর্যন্ত যেতে পারে তারা। ৯৯ রানে ম্যাচ হারে ডাচরা।

পরিসংখ্যান অনুযায়ী নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। ওয়ানডেতে নেদারল্যান্ডসের কাছে কখনও হারেনি দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপ মঞ্চে নেদারল্যান্ডসের সাথে তিনবার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১৯৯৬, ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপের  ম্যাচগুলোতে শতভাগ জয় পেয়েছে প্রোটিয়ারাই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //