ধর্মশালায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিলো নেদারল্যান্ডস। এতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অল্পতেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিলো ডাচরা। কিন্তু অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তার অপরাজিত ৭৮ রানের সাথে শেষ দিকে রোলেফ ভ্যান ডার মারউই ও আরয়ান দত্তর ক্যামিও ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৫ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে ডাচরা।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে ধর্মশালায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ৪৩ ওভার করে পায় দুই দল। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণ সামলে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়ে ফেললো নেদারল্যান্ডস।
টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ২৭ ওভারে ১১২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে তারা দাঁড় করালো ২৪৫ রানের পুঁজি, ৪৩ ওভারেই!
নেদারল্যান্ডসকে এই বড় রান এনে দেওয়ার কারিগর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন তিনি।
এছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই ১৯ বলে ২৯ আর আরিয়ান দত্ত ৯ বলেই ৩ ছক্কায় খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন আর কাগিসো রাবাদা নেন দুটি করে উইকেট।
উল্লেখ্য, ম্যাচে বৃষ্টির কারণে যথাসময়ে টস অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত একঘণ্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দুই ঘণ্টারও বেশি। ফলে ওভার কমিয়ে দেওয়া হয়েছে ৭টি করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh