পাকিস্তানকে হারিয়ে বাঘিনীদের ঐতিহাসিক সিরিজ জয়

দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ল তারা।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ রানে জিতেছে বাঘিনীরা। ব্যাটারদের সম্মিলিত অবদানের পর বোলাররাও একত্রে ভূমিকা রেখেছেন ম্যাচ জয়ে।

টস হেরে আগে ব্যাট করে তাদের ৬ উইকেটে ১২০ রানের জবাবে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে করতে পারে ১০০ রান। একই ভেন্যুতে আগের টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল নিগার সুলতানা জ্যোতির দল।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। চার বছর পর এমন কিছুর স্বাদ পেল তারা। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ২-১ ও ২০১৯ সালে থাইল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ওই দুটি সিরিজই অনুষ্ঠিত হয়েছিল ভিনদেশে। আয়ারল্যান্ডকে তাদের মাটিতে মোকাবিলা করলেও থাইল্যান্ডের বিপক্ষে মেয়েরা খেলেছিল নেদারল্যান্ডসের মাঠে।

পঞ্চমবারে এসে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে দুবার ৩-০ ও দুবার ২-০ ব্যবধানে হেরেছিল তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //