বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়েছে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে অজিরা। দলে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। বাদ পড়েছেন ক্যামেরুন গ্রিন ও স্টিভেন স্মিথ। অন্যদিকে আফগান একাদশ থেকে জায়গা হারিয়েছেন ফজল-হক-ফারুকি। আর একাদশে ঢুকেছেন নাভিন-উল-হক।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, নাভিন-উল হক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh