এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের সেমিতে জায়গা করতে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কার কাছে ম্যাচটি আরও গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচ হারলেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারাবে লঙ্কানরা। এমন সমীকরণের লড়াইয়ে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
একটি পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড একাদশে। ইস সোধির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লকি ফার্গুসন। অন্যদিকে, লঙ্কানদের দলেও রয়েছে এক পরিবর্তন। কাসুন রাজিথার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে।
নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভব কনওয়ে, রাচিন রবীন্দ্র, ডেরিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা ও দিলশান মাধুশাঙ্কা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh