বিশ্বকাপ ক্রিকেট

যেমন হতে পারে ভারতের ফাইনাল একাদশ

বিশ্বকাপের সবশেষ ৬ ম্যাচে ভারতীয় দল একাদশ সাজিয়েছে কেবল পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে। বিশ্বকাপ ফাইনালে ঝুঁকি না নিয়ে কী আরেকজন বোলারকে খেলাবে কিনা স্বাগতিকরা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধিনায়ক রোহিত শর্মা বললেন, তাদের সামনে সব পথই খোলা আছে।

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার আগ পর্যন্ত ছয় বোলার নিয়েই খেলছিল ভারত। চোট পেয়ে হার্দিক ছিটকে যাওয়ার পর থেকে দুই অলরাউন্ডারের জায়গায় একজন করে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও পেসার খেলাচ্ছে ভারত। সবশেষ ৬ ম্যাচে খেলেছেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি।

আহমেদাবাদে আজ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। একাদশ নিয়ে রোহিত বললেন, ‘১৫ জন থেকে যে কেউ খেলতে পারে। সবার জন্যই সুযোগ থাকবে। আজ ও কাল আমরা দেখব উইকেট কেমন, এরপর ঠিক করব। আমাদের ১২-১৩ জন ঠিক হয়েই আছে। কাল আমরা দেখব, উইকেট কেমন, কন্ডিশন কেমন, আমাদের শক্তি কী, ওদের দুর্বলতা কী হতে পারে। আমাদের এগুলো দেখতে হবে, আমরা এখনও ঠিক করিনি আমাদের ১১ জন কারা হবে। তবে আমি চাই আমাদের সবাই তৈরি থাকুক, এরপর আমরা ঠিক করব কাল কারা খেলবে।’

বোলার একজন না বাড়ানো হলেও বোলিং লাইনআপে পরিবর্তনের সুযোগ দেখছেন কেউ কেউ। ফাইনালে উইকেট একটু মন্থর হতে পারে। তাই একজন পেসার কমিয়ে অফ স্পিনার অশ্বিনকে খেলানো হতে পারে কিনা, সেই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি একটু আগেই বলেছি, সব বিকল্পই খোলা আছে। আমরা কী করব না করব, তা নিয়ে আমি এখন কিছুই বলতে চাই না। তবে সব খেলোয়াড়ই এটা জানে। আমরা টুর্নামেন্টের শুরুতে ওদের সঙ্গে এনিয়ে কথা বলেছি। যে কেউ যে কোনো সময় খেলতে পারে। তাই কারও এমন মানসিকতা থাকবে না, আমি টুর্নামেন্ট জিতেছি, আমি রিল্যাক্স করতে পারি। কারও ভেতর এই ধরনের অনুভূতি নেই। কারণ সবাই জানে, যে কোনো সময় খেলার সুযোগ আসতে পারে। যেমনটা আপনারা দেখেছেন, একটা চোট ছিল এবং এরপর দুই জন সুযোগ পেল। আর শামি ও সূর্যকুমার নিজেদের কাজটা নিখুঁতভাবে করেছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //