জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। গতকাল শুক্রবার (১ জানুয়ারি) বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। তিন উইকেট হাতে রেখে ২১৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনের ব্যাটিংয়ে নেমেছে কিউইরা।

দিনের শুরুতেই পঞ্চাশ পূর্ণ করে বাংলাদেশের জয়ের পথে বড় কাঁটা হয়ে থাকে ড্যারেল মিচেল। ৬ চারে ৯৯ বলে ক্যারিয়ারের নবম ফিফটি করেন তিনি। কিন্তু বাংলাদেশের ‘পথের কাঁটা’ মিচেলকে বেশিক্ষণ টিকতে দেননি নাঈম। তার বলে তাইজুলের দুর্দান্ত ক্যাচে ৫৮ রান করে সাজঘরে ফিরেছেন কিউই এই ব্যাটার।

৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ২ রানে সাউদি ও ৮ রানে আছেন শোধি। ম্যাচ জিততে এখনও ১৯৮ রান দরকার সফরকারীদের।

টেস্টের পঞ্চম দিনে কতদূর যেতে পারবে সফরকারীরা তা সময়ই বলে দেবে। তবে অবিশ্বাস্য কোন নাটকীয়তা না হলে পঞ্চম দিনে সকালের সেশনেই জিতে যাওয়ার কথা বাংলাদেশের। যদিও এমন পরিস্থিতিতেও হাল ছাড়ছে না নিউজিল্যান্ড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //