ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু

জমে উঠেছে মিরপুর টেস্ট। তিন দিন গত হলেও চালকের আসন এখনো শূন্য। দোদুল্যমান এখনো উভয় দলের ভাগ্য। অথচ দু'দিনেই কিনা এই ম্যাচের শেষ দেখে ফেলছিলেন অনেকে!

বুধবার (৬ ডিসেম্বর) প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৭৯ ওভার। আলোক স্বল্পতায় ১১ ওভারের ঘাটতি নিয়েই মাঠ ছাড়ে উভয় দল। দ্বিতীয় দিন বৃহস্পতিবার তো মাঠেই নামা হয়নি, টানা বৃষ্টিতে ভণ্ডুল হয়ে যায় পুরো দিন। সাজঘর থেকেই টিম হোটেলে ফেরেন ক্রিকেটাররা।

তৃতীয়দিন দীর্ঘ অপেক্ষা শেষে খেলা মাঠে গড়ালো বটে, তবে সারা দিনে খেলা হতে পেরেছে মাত্র ৩২.৩ ওভার। অর্থাৎ, দিনের অধিকাংশ সময়ই কেটে গেছে বৈরী আবহাওয়ায়। দুই দিনের খেলা তাই পৌঁছে গেছে ৪র্থ দিনে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছ বাংলাদেশ। ২ উইকেটে ৩৮ রান তৃতীয় দিন শেষ করে টাইগাররা। যেখানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের নেয়া ৮ রানের লিড ভেঙে স্বাগতিকেরা এগিতে ৩০ রানে। যদিও রহস্যময় মিরপুরে এরই মাঝে হারিয়ে ফেলেছে ২ উইকেট।

বুধবার মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করে অলআউট হয় ১৭২ রানে। সেদিনই নিউজিল্যান্ডের ৫৫ রানে ৫ উইকেট তুলে ম্যাচে ফেরে স্বাগতিকেরা। প্রায় দেড়দিন উইকেট কভারে ঢাকা থাকার পর তৃতীয় দিন মধ্যাহ্নভোজের পর মাঠে গড়য় খেলা।

শুক্রবার তৃতীয় দিনে ৭২ বলে ৮৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে ৮ রানের লিড এনে দেন গ্লেন ফিলিপস। কিউইরা অলআউট হয় ১৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে লিড ভাঙার আগেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। আর দিনের শেষে হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও (১৫)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //