কিউদের বিপক্ষে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

বৃষ্টি শঙ্কা আগেই বেঁধে ছিল বাসা। ডানেডিনে খেলা মাঠে গড়ানোর আগেই যা রূপ নেয় বাস্তবতায়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয় খেলা। তবুও স্বস্তি মেলেনি, আরো দু’বার দেখা মেলে বৃষ্টির।

দফায় দফায় বৃষ্টি শেষে খেলা মাঠে গড়িয়েছে ৩০ ওভার করে। বাংলাদেশকে কঠিন লক্ষ্য ‍ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। ৩০ ওভারের খেলায় নিউজিল্যান্ড করে ২৩৯। বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় করতে হবে ২৪৫। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২০০ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় রোববার (শনিবার দিবাগত রাত) ভোর ৪টায় মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির বাধায় ম্যাচ শুরু করতে হয় বিলম্ব।

টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে ভালো শুরু পায় বাংলাদেশ। শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দিয়েছে কিউইদের। যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে স্বাগতিকেরা।

বল হাতে শুরুতেই অধিনায়কের বাহবা আদায় করে নেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন তিনি।ইনিংসের চতুর্থ বলে ০ রানে মুশফিককে উইকেটের পেছনে ক্যাচ দেন রাচিন রাবিন্দ্র। একবল পর এনামুল হক বিজয়কে ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন হ্যানরি নিকোলস। মাত্র ৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু লাথাম আর ইয়ং সেই বিপর্যয় অনেকটাই কাটিয়ে নেন। লাথাম ৭৭ বলে ৯২ ও ইয়ং করেন ৮৪ বলে ১০৫ রানের ইনিংস। শেষ ওভারে এসে তিন রান আউটে খানিকটা কমে রানের গতি। অন্যথায় সংগ্রহটা হয়তো হতে পারতো আরো বড়! বাকিদের মাঝে ১১ বলে ২০ রান করেন মার্ক চাপম্যান।

জবাবে ৮০ রান পেরোনোর আগেই বাংলাদেশ হারায় তিন উইকেট। ভেঙে যায় টপ অর্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ধরেছেন সাজঘরের পথ। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি বিজয়।

৩০ ওভারের ম্যাচে ২৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। চার বল খেলে ০ রানের ফেরেন তিনি। বারবার সুযোগ পেয়েও হতাশ করছেন তিনি।

এদিন ওপেন করতে আসেননি লিটন। তার বদলে দেখা মেলে এনামুল হক বিজয়ের। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান বিজয়। তবে ৪৬ রানের বেশি আসেনি জুটি থেকে।

নাজমুল হোসেম শান্তকে ফেরান ইশ সোধি। ছন্দ পেয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ফেরেন ১৩ বলে ১৫ রানে। ৬.৪ ওভারে ৪৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

সৌম্য-শান্তর পর লিটনকে নিয়ে জুট বাঁধেন বিজয়। তবে এই যুগলবন্দীও বড় হয়নি। এবার ফিরেছেন বিজয় নিজেই। ৩৯ বলে ৪৩ রানে ক্লার্কসনকে উইকেট উপহার দেন তিনি। চারে নেমে লিটন খেলছেন ১৫ বলে ১৮ রানে।

৩০ ওভার পর্যন্ত খেলে বাংলাদেশের সংগ্রহ ৯৯ উইকেটে ২০০ রান। নিজেদের মাঠে ৪৪ রানে জয় নিউজিল্যান্ডের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //