টি-টোয়েন্টি বিশ্বকাপেও এবাদতকে পাচ্ছে না বাংলাদেশ

চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন হাঁটুর চোটে পড়েন পেসার এবাদত হোসেন। মারাত্মক এই চোটের কারণে আরও একটি বিশ্বকাপে খেলা হচ্ছে না টাইগার পেসারের। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।

আজ মঙ্গলবার (২৬) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রধান নির্বাচক জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টের দিকে ক্রিকেট মাঠে ফিরতে পারেন এবাদত। আর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আগামী জুন মাসে। ফলে এবাদতকে পাওয়ার কোনো ধরনের সুযোগ নেই।

ইনজুরির কারণে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, বিপিএল মিস করেন এবাদত। ভরাডুবির বিশ্বকাপে ডানহাতি এই পেসারের অভাব মিস করেছে বাংলাদেশ। এবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বিশ্ব আসরেও তাকে পাচ্ছে না টিম টাইগার্স।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //