পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশ-পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে পাক অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহের করেছে সুমাইয়া আক্তারের দল। 

আজ শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে  টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার।

আগে ব্যাট করতে নেমে বেশিক্ষণ ধরে খেলতে পারেননি ওপেনার ইভা খাতুন। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। ঝোড়ো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

উল্লেখ্য, আগামীকাল রবিবার (২৮ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও বুধবার (৩১ জানুযারি) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ২ ফেব্রুয়ারি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //