ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের বড় জয়

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স হারিয়ে ঢাকা পর্ব শেষ করলেও, সিলেট পর্বের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। তবে পরের ম্যাচেই দুর্দান্ত ঢাকাকে রানের হারিয়ে জয়ে ফিরেছে সাকিব-বাবরা। এতে আসরে চার ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের চার নম্বরে উঠেছে রংপুর।

আজ শনিবার (২৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দুর্দান্ত ঢাকা। ব্যাটিংয়ে নেমে ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দেয় সোহানের দল। জবাবে দিতে নেমে ১০৪ রানেরই গুটিয়ে যায় ঢাকা। এতে ৭৯ রানের বড় জয় পায় সাকিব-সোহানরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় দুর্দান্ত ঢাকা। প্রথম ওভারেই আজমতুল্লাহ ওমারজাইয়ের বলে লেগ বিফোরে কাটা পড়েন লঙ্কান অলরাউন্ডার দাসুশকা গুণাতিলাকা। ৫ বল খেলে কোনো রান পাননি তিনি।

তৃতীয় উইকেটে নাঈম শেখকে সঙ্গে নিয়ে রান তোলারে চেষ্টা করেন পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ১৭ রান ওমারজাইয়ে দ্বিতীয় শিকার হন এই বাঁহাতি ব্যাটার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লাসিথ ক্রসপুলেও। ৩ বলে শূন্য রান করে ফেরেন তিনি। ১০ বলে ১৪ রান করা নাঈম মোহাম্মদ নবিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন। এতে দলীয় ৩২ রানের চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে দুর্দান্ত ঢাকা।

এরপর মোসাদ্দেক হোসেনতে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অজি ব্যাটার অ্যালেক্স রোস। ১৮ বলে ১৫ রান করে আউট হন ঢাকার অধিনায়ক। পরের বলেই ডাক আউট হলে সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর।

কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে ফিফটি তুলে নেন রোস। অপর প্রান্তে ৬ বলে ৩ রান করে ফেরেন আলাউদ্দিন বাবু। ১৭তম ওভারের প্রথম বলে রোসকে বোল্ড করেন মাহেদী। ৩৪ বলে ৫১ রান করে এই অজি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।

পরের বলে শরিফুল আউট হলে ২১ বল হাতে থাকতেই ১০৪ রানে অলআউট হয় ঢাকা। বোলিংয়ের সময় ব্যথা পাওয়ায় ব্যাটিং করেননি তাসকিন আহমেদ। এতে ৭৯ রানের জয় পায় রংপুর।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান। আজমতুল্লাহ ওমারজাই ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মোহাম্মদ নবি ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //