মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন মোস্তাফিজ

বিপিএলে অনুশীলন করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। সেই আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। মাথায় পাঁচটি সেলাই পড়লেও শঙ্কামুক্ত তিনি। আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন তিনি। কুমিল্লা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) অনুশীলনে বল করার সময় ঘটে এই দুর্ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন মোস্তাফিজ। আকস্মিক একটি বল উড়ে এসে এই পেসারের মাথায় আঘাত করে। তাতে মাথা ফেটে যায় তার।

কুমিল্লার টিম ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতি পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে মোস্তাফিজ পুরোপুরি শঙ্কামুক্ত, মোস্তাফিজুর রহমান এখন স্থিতিশীল এবং বিপদমুক্ত। তার ক্ষতস্থানে পাঁচটি সেলাই পড়েছে। আজ থেকে তার ক্ষতস্থান ড্রেসিং শুরু হয়েছে। আশা করা হচ্ছে মঙ্গলবার তাকে হোটেলে নিয়ে যাওয়া সম্ভব হবে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হয় কুমিল্লা। এদিন সিলেটের বিপক্ষে ১৭৮ রানের টার্গেট তাড়ায় ১২ রানে হেরে যায় হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশীরা। খেলা শুরুর আগে টসের সময় ধারাভাষ্যকার আতাহার আলী কুমিল্লার অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চান কেমন আছেন মোস্তাফিজ। জবাবে লিটন বলেছেন, সে ভালো আছে। এখনও হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলের সঙ্গে যুক্ত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //