বিপিএল সার্কাসের মতো লাগে: হাথুরুসিংহে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

টুর্নামেন্টের মাঝপথে বিদেশি খেলোয়াড়দের আসা-যাওয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে দলগুলোর মাঝেও। এই বিষয়ে হাথুরুসিংহে বলেন ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি। এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা। বোলাররা ডেথ বোলিং করতে পারবে, তা না হলে এরা এসব কোথায় শিখবে?’

বিপিএলের আদলে আরও একটি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়ে আসছে ক্রিকেটাররা। সেই দাবিতে একাত্মতা জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, কিছু সেরা সেরা খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //