স্বপ্নপূরণে বরিশালের দরকার ১৫৫

মেগা ফাইনালে লড়ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পঞ্চম শিরোপার মিশন সাকসেস করতে কুমিল্লার দরকার ১৫৫ রান। মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করেছে লিটন দাসের দল। নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। শেষ দিকে জাকের আলী আর আন্দ্রে রাসেলের জুটিতে দেড়শ পার করে কুমিল্লা।

হোম অব ক্রিকেটে উইকেটের সুবিধা নিতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় তামিমের দল। কুমিল্লার ব্যাটারদের চাপে ফেলার চেষ্টা করেন বরিশালের বোলাররা। সুনিল নারিনকে ওপেনিংয়ে নামিয়েও পরিকল্পনায় সফল হতে পারেনি ভিক্টোরিয়ান্সরা। অধিনায়ক লিটন দাসের সাথে জুটিতে বেশিক্ষণ টিকতে পারেননি তাওহিদ হৃদয়ও। ১৫ রানে তাকে সাজঘরে পাঠান জেমস ফুলার। জনসন চার্লসকে নিয়ে লিটনের লড়াইও থামিয়ে দেন তিনি। ১৬ করেন লিটন। মাহিদুল অঙ্কন একপ্রান্তে লড়াই করতে থাকেন। মাত্র ৩ রানে মইন আলি রান আউটের ফাঁদে পড়েন। ৭৯ রানে ৫ উইকেট হারায় কুমিল্লা। 

পরে ষষ্ঠ উইকেট জুটিতে ৩৬ রান করেন জাকের আলী আর অঙ্কন। ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান করে অঙ্কন ফিরে গেলে জাকের আলীর সঙ্গে জুটি বাধেন রাসেল। সপ্তম উইকেট জুটিতে ৩৯ রান করেন এ দুজন। জাকের আলী ২০ বলে ২৩ ও রাসেল ১৪ বলে ২৭ রান করেন।

বরিশালের হয়ে জেমস ফুলার দুটি, কাইলি মেয়ার্স, সাইফউদ্দীন ও ওবেদ ম্যাককয় একটি করে উইকেট নেন।

বিপিএলয়ে সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের দুই আসরে টানা শিরোপা জিতেছে তারা। হ্যাটট্রিক শিরোপার হাতছানি কুমিল্লার সামনে। অন্যদিকে তিনবার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। বর্তমান ফ্যাঞ্চাইজির অধীনে খেলেছে একবারই ফাইনাল। ফরচুন বরিশালের সামনে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //