তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও, পরের তিন ম্যাচের দুটিতে হেরেছে পাকিস্তান। এতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউরা। চতুর্থ ম্যাচে বাবরদের চার রানে হারিয়েছে সফরকারীরা। তাই সিরিজ রক্ষা করতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে চার রানের জয় পায় সফরকারীরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। ৪ বলে ৫ রান করেন এই ডান হাতি ব্যাটার।

আরেক ওপেনার সাইম আইয়ুব ১৫ বলে ২০ রান করে আউট হলে হাল ধরেন ফখর জামান। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেন ৪১ বলে ৫৯ রান।

উইকেটে থিতু হওয়া ইফতিখার ও ফখর পরপর ওভারে আউট হলে পাকিস্তানের জয়ের পথ কঠিন হয়ে যায়। দুজনও বলও খেলে যান বেশ কিছু। চারে নামা ফখর ৬১ রান করতে খেলেন ৪৫ বল, ইফতিখার ২৩ রান করেন ২০ বলে।

শেষ তিন ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৯ রান, যা শেষ বলে নেমে আসে ৬ রানে। ইমাদ ১১ বলের ইনিংসে চারটি চার মারলেও শেষ বলে ছয়ের প্রয়োজন মেটাতে পারেননি। এতে চার রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এর আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে টিম রবিনসনের ৫১ ও ডিন ফক্সক্রফটের ৩৪ রানের সৌজন্যে। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি নেন ২০ রানে ৩ উইকেট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //