টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত উইন্ডিজের

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ২য় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজেদের প্রথম ম্যাচে এই দুই দল পরস্পরের মুখোমুখি হবে। 

ওয়েস্ট ইন্ডিজও দু’বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতলেও ভারতে অনুষ্ঠিত সর্বশেষ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে জায়গাই পায়নি। টি-২০ ফরম্যাটে দু’বার শিরোপা জিতলেও ২০২২ এর আসরে সুপার-১২ এ যেতে পারেনি তারা। 

ওই ওয়েস্ট ইন্ডিজ এবার ঘরের মাঠের টি-২০ বিশ্বকাপের অন্যতম ফেবারিট। ফর্মে থাকা ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল থেকে আলজারি জোসেপ-আকিল হোসাইনদের নিয়ে অসাধারণ দল তাদের। পাপুয়া নিউগিনি (পিএনজি) ওই তুলনায় ওয়েস্ট ইন্ডিজের কাছে শিশু। তবে পিএনজির বড় ভরসা দলটির অভিজ্ঞতা। 

২০২১ টি-২০ বিশ্বকাপে যে দলটা নিয়ে খেলেছিল পিএনজি এবারের বিশ্বকাপে ওই দলের ১০জন খেলোয়াড় আছেন। ২৫ বছরের নিচে কেবল দলটির ৪জন সদস্য আছেন। আসাদ ভালা, টনি উরা, লেগা সাইকারা দলটির অভিজ্ঞ ব্যাটার। যে কারণে তারা প্রতিদ্বন্দ্বীতা করার এমনকি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটানোর স্বপ্ন দেখতেও পারে।  

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জনসন চার্লস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, সিমরান হেটমায়ার, শেরফান রুদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হুসেইন, আলজারি জোসেপ, সামার জোসেপ, গুদাকেশ মতি।   

পিএনজির একাদশ: টনি ওরা, সেসে বাও, আসাদ ভালা, লেগা সাইকা, কার্লস আমিনি, হিরিহিরি, কিপলিন ডরিগা, নরমান ভানুয়া, আলেই নাও, জোহান কারিকো, চাঁদ সোপার।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //