এশিয়া কাপের সবশেষ আসর বসেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ায় এই আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আর এর পরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। জানা গেছে, এক দশকের বেশি সময় পর আবারও এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সহায়তায় ২০২৭ সালে প্রতিযোগিতার ১৭তম আসরের আয়োজন করবে ঢাকা।
এর আগে ২০২৫ সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই দুই আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ২০২৫ এর আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।
একই ভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একই বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। এশিয়া কাপের ঠিক পরই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।
টুর্নামেন্ট হবে একই ফরম্যাটে। দুই আসরেই থাকবে ১৩ টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা– এশিয়ার এই পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। এরপর দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে সুপার ফোর। দুই ধাপে ৬ টি করে মোট ১২ টি ম্যাচ হওয়ার পর সুপার ফোরের সেরা দুই দল নিয়ে হবে ফাইনাল।
২০২২ সালে নারী এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ছেলেদের বড় কোনো ইভেন্ট থেকে দীর্ঘদিন বাইরে বাংলাদেশ। এর জন্য অপেক্ষা করতে হবে আরও প্রায় তিন বছর।
সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো নিজেদের মাটিতে এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। এর মধ্যে ২০১২ ও ২০১৬ আসরে খেলে ফাইনাল। দুবারই স্বপ্নভঙ্গ হয় শিরোপার খুব কাছে গিয়ে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০১২ সালে পাকিস্তানের কাছে এবং ২০১৬ সালে ভারতের কাছে হেরে হতাশ হতে হয় বাংলাদেশকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh