এগিয়ে আনা হলো বাংলাদেশের পাকিস্তান সফর

বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে চারদিন আগে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আগামীকাল সোমবার (১২ আগস্ট) ঢাকা ছাড়ব টাইগাররা।

গতকাল শনিবার (১০ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

মূলত পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ পাঠায়। সেটি গ্রহণ করে আগেভাগে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে রাজি হয় বিসিবি।

পূর্ব নির্ধারিত সূচিতে ১৭ অগাস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। এখন নতুন সূচিতে সোমবার (১৩ অগাস্ট) সকালে লাহোরে পৌঁছে যাবে তারা। পরে ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।

এরপর ১৭ অগাস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজের খেলা।

ইসলামাবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ শুরু হবে ২১ অগাস্ট। পরে করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু ৩০ অগাস্ট। জানা গেছে, রবিবার এই সিরিজের জন্য দল ঘোষণা করবেন জাতীয় দলের নির্বাচকরা।

পরিস্থিতি যেমনই হোক মাঠে ফিরেছেন নাজমুল শান্ত-তাইজুল ইসলামরা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার লড়াই। যে লড়াইয়ে ক্রিকেটারদের সঙ্গে নেই বিদেশি কোচিং স্টাফ। নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটা গৃহবন্দী হাথুরুসিংহে-নিক পোথাস-আন্দ্রে অ্যাডামসরা।

টেস্ট ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করেছেন দুই পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা।

অন্ধকারের মাঝে অবশ্য আশার আলো। দেশে না হলেও বিদেশে ক্যাম্প করবে বাংলাদেশ। বোর্ডের চেষ্টায় আগেভাগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। বিমানের টিকেট পরিবর্তন করা হয়েছে। ১৬ আগস্টের বদলে টাইগাররা যাবে ১২ আগস্ট। এ দলের সঙ্গে মুশফিক-মুমিনুল-মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। টাইগারদের অনুশীলনের সব ব্যবস্থাই করবে পিসিবি নিশ্চিত করেছে বিসিবিকে।

উল্লেখ্য, এদিকে টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবোরো ও আদ্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার মাইকেল গফ। আর করাচি টেস্টে অন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh