আসছে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বেশ কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছিলো সিরিজের পূর্ণাঙ্গ সূচি। এবার সেই সূচিতে এসেছে কিছুটা বদল। সিরিজের একটি ম্যাচের ভেন্যু বদল করা হয়েছে গতকাল মঙ্গলবার।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিলো ৬ অক্টোবর ধর্মশালায়। দিন এক থাকলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
ধর্মশালায় মাঠের পরিকাঠামো উন্নয়ন এবং সংস্কারের কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই কারণেই এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে গোয়ালিয়রে।
গোয়ালিয়রে সম্প্রতি একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। নাম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে ওই স্টেডিয়ামের উদ্বোধন হবে।
২০১০ সালে শেষ ম্যাচ হয়েছিলো গোয়ালিয়রে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছিলো। ওই ম্যাচেই ডেল স্টেইনদের বিপক্ষে শচিন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্বিশতরান করে নজির গড়েছিলেন।
উল্লেখ্য, টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh