বিসিবির সভায় যা নিয়ে আলোচনা হতে পারে আজ

দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের প্রথম কোনো সভায় বসতে যাচ্ছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। এ সভায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। বিসিবির স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন, পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম প্রকল্প পুনর্বিবেচনা, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল ও হাইপারফম্যান্স বিভাগের ক্যাম্প নিয়ে আলোচনা হবে এই সভায়।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই বোর্ডসভা অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির অনেক পরিচালক লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। যে কারণে বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি এখন অভিভাবকশূন্য। এসব কমিটির দায়িত্ব নতুন কারও হাতে দেওয়া হবে। পরিচালক সংকট থাকার কারণে হয়তো একজন পরিচালকের হাতে একাধিক কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর অনেক পরিচালকও গা-ঢাকা দিয়েছেন। গেল ২১ আগস্টের বোর্ডসভায়ও অনেকে উপস্থিত ছিলেন না। ওই সভায় বিসিবি পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছিল। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে বিসিবিপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। এনএসসি কোটায় পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

আজ বোর্ডসভায়ও হয়তো অনেক পরিচালক উপস্থিত থাকবেন না। অনুপস্থিত এসব পরিচালকদের বিষয়েও কি সিদ্ধান্ত নেওয়া যায়, সেগুলোও আলোচনা করা হবে সভায়।

বিসিবির গঠনতন্ত্রে বলা আছে, কোনো পরিচালক টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। যদি কেউ সেটি করেন, তাহলে তার পদ শূন্য হয়ে যায়। তখন নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালক বানানো হবে।

এদিকে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম ‘দ্য বোট’ প্রকল্পে কাটছাঁটের কথা আগেই জানা গেছে। আজ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প নিয়ে আলোচনা হবে। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল শেখ হাসিনা সরকার। যার পুরো অর্থই আসার কথা ছিল বিসিবির কোষাগার থেকে।

উল্লেখ্য, আজকের সভায় সেই ব্যয়কে কমিয়ে আনা, প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বিসিবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //