আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রিকেটার সাকিব আল হাসানেরর নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে সময় তিনি বিদেশে অবস্থান করায় তাকে নিয়ে নানা প্রশ্ন আর আলোচনা হয়। তবে হত্যা মামলা মাথায় নিয়েই তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন। সিরিজ শেষে এখন সবার মনে একটাই প্রশ্ন, সাকিব কি দেশে ফিরছেন?
আগেই নির্ধারিত ছিল পাকিস্তান সফর শেষে ইংল্যান্ডে যাবেন সাকিব। সেখানে ইংলিশ কাউন্টি লিগে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ঢাকায় ফেরা হচ্ছে না তার।
জানা গেছে, ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি চার দিনের ম্যাচে অংশ নেবেন সাকিব। এ জন্য এরই মধ্যে বিসিবি থেকে পেয়েছে অনাপত্তিপত্র। আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টি ক্রিকেটে খেলতে ছাড়পত্র পেয়েছেন তিনি।
লম্বা বিরতি দিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর এ সফর দিয়ে সারতে চান ভারত সফরের প্রস্তুতি। কোনো জটিলতা না থাকলে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলার পর ভারতের বিমান ধরবেন তিনি।
এরপর ৯-১২ সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে লড়বে সারে। সেই ম্যাচ শেষ করেই ভারতের বিমান ধরবেন সাকিব। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত সিরিজ। রোহিত-কোহলিদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সয়মসূচি থেকে জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ৬ অক্টোবর শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
উল্লেখ্য, এর আগে ইংলিশ কাউন্টিতে খেলেছেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯-১০ সালে ওস্টারশায়ারের হয়ে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। এ ছাড়া লেস্টারশায়ারের জার্সিতে ২০১৩ সালে খেলেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh