বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে উজ্জীবিত টাইগাররা। তবে দম ফেলার সুযোগ নেই। আর মাত্র কয়েকদিনের ভেতর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তরা। 

জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। চেন্নাইয়ে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। টেস্ট দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজের পর কুড়ি ওভারের ফরম্যাটে মনোযোগী হবে দুই দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ৬ অক্টোবর গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

এদিকে এক বিবৃতিতে বিসিসিআই ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিও ঘোষণা করেছে। ওই সিরিজটিও হবে ভারতের মাটিতে। ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। 

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৫ ও ২৮ জানুয়ারি এবং ২, ৬ ফেব্রুয়ারি। পরবর্তীতে দুই দল ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //