ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ভারতের গ্রেটার নয়ডায় অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলো আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এই দুই দলের মধ্যকার একমাত্র টেস্টে বৃষ্টির কারণে টসই হলো না। ফলে কোনো বল না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় পঞ্চম ও শেষদিনের খেলা হওয়ার কথা ছিল। তবে দিনের খেলা শুরু হওয়ার আগে থেকেই ঝুম বৃষ্টি। ফলে খেলা শুরুর ঘণ্টাখানেক আগে ম্যাচ অফিসিয়ালরা টেস্টটি পরিত্যক্ত ঘোষণা করেন ।

এতে টেস্ট ইতিহাসে মাত্র অষ্টমবারের মতো কোনো বল না হয়েই পাঁচদিনের টেস্ট পরিত্যক্ত হলো।

তবে এশিয়ার মাটিতে এবারই প্রথম বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই টেস্ট পরিত্যাক্ত হলো। ১৯৩৩ সালের পর এশিয়াতে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এর আগে, ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। ঘন কুয়াশার কারণে সেবার পরিত্যক্ত হয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh