নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ এএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ চেন্নাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা নাজমুল হোসেন শান্তর দল ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায়। তবে লক্ষ্যটা অবশ্যই কঠিন, যেহেতু দলটা ভারত।
পাকিস্তান সিরিজ থেকে মাত্র ১টি পরিবর্তন এনে ভারত সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান শরিফুল।
টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয় দল ভারত। শক্তির বিচারে রোহিত শর্মারা অনেক এগিয়ে। তাদের বিপক্ষে অতীতে কখনই টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১৩ সাক্ষাতে হার ১১টি আর ড্র ২টি। সবশেষ ২০১৯ সালের ভারত সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন টাইগাররা। ইন্দোর ও ইডেন গার্ডেনসে ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ পেতে হয়েছিল সফরকারীদের।
তবে এবারের সফরে ভালো করার আশা ছাড়ছে না বাংলাদেশ দল। সবশেষ পাকিস্তানের মাটিতে পাওয়া সাফল্য তাদের আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করছে। কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে স্বাগতিকদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ জেতার কারণে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। এবার ভারতের মাটিতে ইতিহাস লেখতে উন্মুখ হয়ে আছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী দল। বাংলাদেশের বিপক্ষে তারা টেস্টে জয়ের ছন্দ ধরে রাখতে চায়। আর তাই শক্তিশালী দলও ঘোষণা করেছে। এ ছাড়া ভারতের কন্ডিশনও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে প্রতিপক্ষ কিংবা কন্ডিশন নিয়ে ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘আমরা কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটি ভালো হবে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ শান্ত রোহিত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh