Logo
×

Follow Us

খেলাধুলা

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

ভারতের বিপক্ষে  সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে টস হয়েছে।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ কঠিন মনে হচ্ছে এবং কিছুটা শুষ্ক। প্রথম সেশনটা পেসারদের জন্য উপযোগী হবে।’ ভারতের বিপক্ষে একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

এদিকে রাওয়ালপিন্ডিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ, ভারতের বিপক্ষে আজও সেই একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। 

স্পিন আক্রমণে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। ওপেনিংয়ে থাকছেন দুই বাঁহাতি সাদমান ইসলাম ও জাকির হাসান। আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। 

বাংলাদেশের একাদশ 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ 

ভারতের একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫