আজ বল গড়াবে কি কানপুরের মাঠে

কানপুরে আকাশ মেঘলা থাকলেও রবিবার (২৯ সেপ্টম্বর) সকাল থেকে আর বৃষ্টি নেই। তবে আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনেও সময়মতো খেলা শুরু করা যায়নি।

কানপুরে আকাশ মেঘলা থাকলেও রোববার সকাল থেকে আর বৃষ্টি নেই। তবে আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনেও সময়মতো খেলা শুরু করা যায়নি।

ক্রিকেট  ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আম্পায়াররা সুপার সাপার দিয়ে মাঠ শুকানোর কাজ করছেন। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পর্যবেক্ষণ করেও সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হবে আরেক দফা পর্যবেক্ষণ। 

কানপুরে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার৷ দ্বিতীয় দিন পুরোটাই পরিত্যক্ত হয় প্রতিকূল আবহাওয়ায়। তৃতীয় দিনও সকালের সেশনটা ভেস্তে যাচ্ছে।  

প্রথমদিনে যতটুকু খেলা হয়েছে তাতে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। প্রতিকূল আবহাওয়ায় এই টেস্টের যা অবস্থা তাতে ফল হওয়া কঠিন। চেন্নাইতে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ভারত। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh