চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৫৭৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনের ফাঁদে পড়ে। ফলোঅন এড়াতে বাংলাদেশকে ৩৭৬ রান করতে হতো, কিন্তু এর আগেই অলআউট হওয়ায় আবারও ব্যাটিংয়ে নামতে হচ্ছে স্বাগতিকদের।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। তবে ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শান্ত (৯)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও।
এরপর ১৫তম ওভারের প্রথম মিরাজকে এবং তৃতীয় বলে অভিষেক টেস্ট খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন রাবাদা। এতে দলীয় ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
কিন্তু তাইজুলকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল। ৭৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। মুমিনুলের ৭৪ রান এবং তাইজুলের ১৮ রানে ভর করে প্রথম সেশনে ৯৯ রান তুলতে পেরেছিল স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনের শুরুটা ভালো করলেও পিচে বেশিক্ষণ থাকতে পারেননি মুমিনুল। ১১২ বলে ৮২ রান করে এই অভিজ্ঞ ব্যাটার আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। এরপর ৯৫ বলে ৩০ রান করে তাইজুল আউট হলে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
ফলোঅন এড়াতে শান্ত বাহিনীকে এখনও ২১৭ রান করতে হতো। কিন্তু তার আগে অলআউট হওয়ায় আবারও ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ডেন প্যাটারসন এবং কেশব মহারাজ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন সেনুরান মুথুসামি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh