বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিসিবি।

ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তিতে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে।

জাতীয় দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন সালাহউদ্দিন। ২০০৬-১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছিলেন। ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া, ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচ হন। তার অধীনে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের ডিভিশন চারে পৌঁছেছিল দলটি।

এরপর অবশ্য ঘরোয়া ক্রিকেটেই বেশি মনযোগী হয়েছিলেন সালাহউদ্দিন। বিপিএল, ডিপিএলে কোচিং করিয়ে প্রতিনিয়ত আলোচনায় ছিলেন তিনি। এছাড়া সাকিব আল হাসানসহ জাতীয় দলের কয়েকজকন শীর্ষ ক্রিকেটারের পছন্দের কোচ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে সালাহউদ্দিনের।

জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিনকে দলের সঙ্গে পেতে আশাবাদী বিসিবি। ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দলের দায়িত্বে দেখা যাবে সাকিব-তামিমদের গুরু সালাহউদ্দিনকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh