আজ পর্দা উঠলো বিপিএলের একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং নতুন নামে ফিরে আসা ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।
তামিম আগের দিনই জানিয়েছিলেন, একাদশ ঠিক করে ফেলেছেন তারা। ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দেশসেরা টি-২০ ব্যাটার তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
একাদশে বিদেশি কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি। দেশি পেসার রিপন মণ্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম।
রাজশাহীর একাদশে ওপেনার হিসেবে থাকছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস ও বিধ্বংসী জিশান আলম।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম ও রিপন মন্ডল।
রাজশাহী একাদশ:
মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh