মেলবোর্ন টেস্ট হারের পর গুঞ্জন ওঠেছিল, নেতৃত্ব যেতে পারে রোহিত শর্মার। এমনকি চাকরীচ্যুত হতে পারেন কোচ গৌতম গম্ভীর। সেই গুঞ্জনই চলছে এখন। বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞও বলেছেন এমন কথা।
তাঁদের একজন মার্ক ওয়াহ। বক্সিং ডে টেস্টে ভারতের হারের পর সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার বলেন, ’আমি যদি নির্বাচক হতাম এখন, এটা নির্ভর করতো দ্বিতীয় ইনিংসে কী ঘটে সেটির ওপর। যদি সে রান করতে না পারে…আমি বলতাম ”রোহিত” দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ তোমাকে। তুমি অসাধারণ খেলোয়াড়। তবে আমরা সিডনি টেস্টে জসপ্রীত বুররাকে নেতৃত্বে আনতে যাচ্ছি।’
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজ বাঁচাতে হলে সিডনিতে সিরিজের শেষ টেস্টে জিততেই হবে সফরকারীদের। আর পঞ্চম ও শেষ টেস্টে জিতলে সিরিজ জয়ের পাশাপাশি টানা দ্বিতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলবে অজিরা।
সেটি হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে দেখা যাবে না ভারতকে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের আগের দুইবারের সংস্করণে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি ভারতের। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর এবারই দর্শক হয়ে থাকার সম্ভাবনায় বেশি রোহিত-কোহলিদের। এমনটা হলে স্বাভাবিকভাবে চাকরি বাঁচানো কঠিন হয়ে পড়বে ভারতের সাবেক ওপেনারের।
আর রোহিতের ব্যাটে রান নেই লম্বা সময় ধরে। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে প্রথমবার টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ভারত। সেই ক্ষত নিয়েই তাদের অস্ট্রেলিয়ায় যাওয়া। লাল বলে রোহিত গত পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। আর কিউইদের বিপক্ষে সিরিজে ৯১ ও বাংলাদেশ সিরিজে ৪২। গত ১৫ ইনিংসে রোহিতের রান ১৬৪। গড় মাত্র ১১! তাঁর মতো ব্যাটারের সঙ্গে যেটা মানানসই নয়।
মেলবোর্ন টেস্টে খেলেননি শুবমান গিল। অনেকে রোহিতকে বসিয়ে ৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্টে এই ডানহাতি ব্যাটারকে সুযোগ দেওয়ার পক্ষে। হয়তো সেটি না হলেও রোহিতের নেতৃত্ব হারানোর যে শঙ্কা, সেটিই সত্য হতে পারে। ক্রীড়া-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমন এক প্রতিবেদনই তুলে ধরেছে গতকাল।
এদিকে হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, গত সোমবার মেলবোর্ন টেস্টে হারের পর ড্রেসিংরুমে শিষ্যদের তির্যক বাক্য বলেছেন গম্ভীর। ভারতীয় কোচ ’অনেক কিছু হয়েছে’ বলে চিৎকার করে ওঠেন। দলের চাপের মুহূর্তে ঋষভ পন্তরা ’স্বাভাবিক খেলা’ বলে উইকেট দিয়ে আসায় অনেকের মতো খুশি হতে পারেননি ভারত কোচও। দায়িত্ব নেওয়ার মাস ছয়েকের মধ্যে এমন কঠিন পরিস্থিতিতে পড়লে কার বা মেজাজ ঠিক থাকে!
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh