বুমরার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, যা বললেন অশ্বিন

সিডনি টেস্টের তৃতীয় দিনে বল করতে পারেননি জসপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের খেলার মাঝপথে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় পেসারকে। যেতে হয়েছিল হাসপাতালে। সেটি অবশ্য স্বস্তি হয়েই এসেছে অস্ট্রেলিয়ার জন্য। 

১৬২ রানের লক্ষ্য তাড়ায় দুই দিন হাতে রেখে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ৬ উইকেটে জিতেছে অজিরা। সঙ্গে সিরিজটাও নিজেদের করে নিয়েছে ৩-১ ব্যবধানে। দলের এমন হার মাঠে বসেই দেখতে হয়েছে বুমরাকে। 

তারপরও ভারতের সহ-অধিনায়কের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। যেমন তেমন অভিযোগ নয়, রীতিমত বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন অস্ট্রেলিয়ার সমর্থকেরা। ঘটনা সিডনি টেস্টর তৃতীয় দিনের। 

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাঠে বুমরাকে জুতা খোলে আবার পরতে। এ সময় জুতার ভেতর থেকে একটি পেঁচানো জিনিস মাটিতে পড়ে। সেটিকে সন্দেহজনক বস্তু মনে করে অজি সমর্থকেরা অভিযোগের আঙুল তোলেন বুমরার দিকে।

তাদের সেই অভিযোগ হেসেই উড়িয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে অবসর নেওয়ার ভারতীয় স্পিনার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে টম ব্রাউন নামে এক সমর্থকের ভিডিওটি রি-টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা আঙুল প্রতিরোধের প্যাড’। সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি হাসির ইমোজি। 

বুমরার বিরুদ্ধে অভিযোগ করবেন না কেন অজি সমর্থকেরা! পুরো সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে তো একাই লড়েছেন এই পেসার। নিয়েছেন সর্বোচ্চ ৩২ উইকেট। সিরিজ সেরাও হয়েছেন বুমরা। কিন্তু সিরিজ হারের আক্ষেপও যে থাকল তাঁর। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh