দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংস হার এড়ালেও বড় হার এড়াতে পারেনি পাকিস্তান। গতকাল সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারীদের ১০ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা দুই ম্যাচের সিরিজ জিতে নেয় ১-০ ব্যবধানে।
সেই হারের ক্ষত তরতাজা থাকতেই শাস্তি পাচ্ছে পাকিস্তান। কেপটাউন
টেস্টে মন্থর ওভার রেটের জন্য সফরকারী খেলেোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা গেছে। সঙ্গে
কাটা গেল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ পয়েন্টও। আজ নিজেদের ওয়েবসাইটে এমনটাই
জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
নিউল্যান্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে নির্দিষ্ট সময়ের চেয়ে
৫ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যার কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন, থার্ড আম্পায়ার অ্যালেক্স
ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টেফেন হারিস। আর শাস্তি দেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ
রেফারি রিচি রিচার্ডসন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অপরাধ মেনে নেওয়া ও স্বীকার করায় শুনানির প্রয়োজন
পড়েনি।
নির্দিষ্ট সময়ের চেয়ে কম বল করে পাকিস্তান আইসিসি কোড অব কন্ডক্ট বা আচরণবিধির আর্টিকেল ২.২২ ভঙ্গ করেছে। যার কারণে শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফি কাটা গেছে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ বিধি মোতাবেক, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি ওভার কম করলে ১টি করে পয়েন্ট কাটা যায়। পাঁচ ওভার কম করায় ৫ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৮ নম্বরে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ক্রিকেট পাকিস্তান দক্ষিণ আফ্রিকা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh