এক যুগ পর র‍্যাঙ্কিংয়ে এতটা নিচে নামলেন কোহলি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৯ ইনিংসে করেছেন ১৯০ রান। সেঞ্চুরি ১টি। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে তাঁর রান—১৭ ও ৬। এমন ব্যাটিংয়ের দুঃসংবাদও শুনলেন তিনি। সদ্য হালানাগাদ করা আইসিসি র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে কোহলির।


টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছেন কোহলি। ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৭ নম্বরে। ১২ বছরের মধ্যে এটিই তাঁর সর্বনিম্ন র‍্যাঙ্কিং। এর আগে ২০১২ সালে কোহলির অবস্থান ছিল ৩৬। এক যুগ পর এবারই প্রথম টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৫-এর বাইরে চলে গেলেন ভারতীয় ব্যাটার।

 

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ৩-১ ব্যবধানে হেরেছে। সিডনি টেস্টে ৬ উইকেটে হারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন ঋষভ পন্ত। তার পুরস্কারও পেলেন ভারতীয় উইকেটরক্ষক। র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন সেরা দশের তালিকায়। ৩ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন পন্ত।

 

পুরো সিরিজে ভালো খেলেননি রোহিত শর্মা। সমালোচনার মুখে সিডনি টেস্ট থেকে নাম সরিয়ে নেন ভারত অধিনায়ক। পুরো সিরিজে নিজের ছায়া হয়ে থাকা রোহিত দুই ধাপ পিছিয়ে জায়গা করে নিয়েছেন ৪২ নম্বরে ।

 

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন টেম্বা বাভুমা। কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি পান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ৩ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি করে প্রোটিয়াদের মধ্যে বড় লাফ দিয়েছেন রায়ান রিকেলটন। ৪৮ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৫৫ নম্বরে। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছে শীর্ষ তিন—জো রুট, হ্যারি ব্রুক ও কেন উইলিয়ামসনের অবস্থান।

 

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এক ধাপ এগিয়ে তিনে বসেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তবে ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বল করে বড় লাফটা দিয়েছেন স্কট বোল্যান্ড। ২৯ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন অজি পেসার।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh