আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন মার্টিন গাপটিল। জাতীয় দলকে বিদায় বললেও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ খেলে যাবেন ৩৮ বছর বয়সী ব্যাটার।
নিউজিল্যান্ডের হয়ে গাপটিলকে সর্বশেষ খেলতে দেখা গেছে ২০২২ সালের অক্টোবরে। বর্তমানে তিনি ঘরোয়া টি-টোয়েন্টি সুপার স্ম্যাশে খেলছেন অকল্যান্ডের হয়ে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটেও আছে তাঁর নাম। গাপটিলকে ধরে রাখার সম্ভাবনায় বেশি ইসলামাবাদ ইউনাইটেডের।
কিউইদের হয়ে সাদা বলের ক্রিকেটে কিংবদন্তি হয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন গাপটিল। ১৯৮ ওয়ানডে খেলে ৭৩৪৬ রান করেছেন তিনি। ব্ল্যাক ক্যাপদের হয়ে একদিনের ক্রিকেটে তাঁর চেয়ে বেশি রান করছেন শুধু রস টেইলর (৮৬০৭) ও স্টিফেন ফ্লেমিং (৮০০৭)।
তবে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান গাপটিলের। ১২২ ম্যাচে ৩১.৮১ গড় ও ১৩৫.৭০ স্ট্রাইকরেটে করেছেন ৩৫৩১ রান। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪৭ টেস্ট খেলেছেন গাপটিল। তবে এ সংস্করণে তেমন সাফল্যের দেখা পাননি। ২৯.৩৮ গড়ে করেছেন ২৫৮৬ রান।
অবসরের প্রসঙ্গে গাপটিল নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের হয়ে খেলার। আমি ভাগ্যবান ও গর্বিত যে দেশের হয়ে ৩৬৭ ম্যাচ খেলতে পেরেছি। সারাজীবন আমি এই স্মৃতি আমি স্মৃতি মনে রাখব।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh