প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানে তামিম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসরের আড়াই বছর হতে চলল তামিম ইকবালের। তবে এবারের বিপিএলে তাঁর ব্যাটিং দেখে আফসোসই বাড়ছে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। টি-টোয়েন্টিতে যেমন ব্যাটিংয়ের দরকার সেটিই যে দেখাচ্ছেন তামিম! এবার গড়েছেন আরেকটি মাইলফলক। 

প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। আজ সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৪ বলে ৪ চার ২ ছয়ে ৪০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন দেশের ড্যাশিং ওপেনার। 

২৭০ ইনিংসে ৭৯৯১ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম। রংপুরের স্পিনার মেহেদী হাসানের করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে স্ট্রেইট ড্রাইভে চার মেরে বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে ৮ হাজারি ক্লাবে নাম লেখান এই বাঁহাতি ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৫ বছর বয়সী তামিমের বর্তমান রান ৮০৩১। যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ৭৮ ম্যাচে ১৭৫৮। 

তামিমের মাইলফলক গড়ার ম্যাচে বড় স্কোর পেয়েছে বরিশাল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে করেছে ১৯৭ রান। নাজমুল হোসেন শান্তর (৪১) সঙ্গে ওপেনিং জুটিতে রংপুরকে ৮১ রান এনে দেন তামিম। এরপর শুরু হয় কাইল মেয়ার্সের ২৯ বলে ৬১ রানের ঝোড়ো ব্যাটিং।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh