শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

অবিশ্বাস্য, অসাধারণ—নুরুল হাসান সোহান আজ যা করলেন, এমনটা না বলে উপায় নেই। ফরচুন বরিশালের বিপক্ষে হারতে বসা ম্যাচটিতে রংপুর রাইডার্সকে একাই জিতিয়েছেন তিনি।

জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। আর সোহান কিনা সেই ওভারে নিলেন ৩০ রান! ৬, ৪, ৪, ৬, ৪ ও ৬—কাইল মেয়ার্সের করা ওভারটিতে এভাবেই ঝড় বইয়ে দেন রংপুরের অধিনায়ক ও উইকেটরক্ষক। হারের আগে হার যে মেনে নিতে নেই সেটিই দেখালেন সোহান।

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় রংপুর করেছে ৭ উইকেটে ২০২ রান। জিতেছে ৩ উইকেটে। এই জয়ে এবারের বিপিএলে অপরাজেয় থাকাটাও অক্ষত থাকল সোহানদের। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল রংপুর। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বরিশাল।

ইফতিখার আহমেদ (৪৮) ফেরার পর সোহান যখন ব্যাটিংয়ে নামেন তখন রংপুরের দরকার ছিল ১৩ বলে ৪১ রান। হাতে ছিল আরও ৬ উইকেট। ১৯তম ওভার করতে আসা জাহানদাদ খানের প্রথম দুই বলে ছয় মেরে খুশদিল শাহ (৪৮) রানটা আরেকটু কমিয়ে এনেছিলেন। তবে তৃতীয় বলেই ফেরেন এই পাকস্তানি ব্যাটার। সেই ওভারের পরের দুই বলে ফেরেন মেহেদী হাসান (০) ও মোহাম্মদ ‍সাইফউদ্দিন। তবে তার আগে পঞ্চম বলটি ওয়াইড দেন জাহানদাদ।

এমন চাপের মুখেই সোহান খেলেছেন অবিশ্বাস্য ইনিংস। ৭ বলে ৪৫৭.১৪ স্ট্রাইকরেটে করেন অপরাজিত ৩২ রান। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল রংপুরের। সেই বলও বাউন্ডারিতে আছড়ে ফেলেন সোহান। এমন ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। শেষ ওভারে সোহানের তাণ্ডব দেখে মাঠের বাইরে বসে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তামিম ইকবালকে। ম্যাচ শেষে মাঠেও সেটি দেখিয়েছেন বরিশালের অধিনায়ক।

সিলেটে তার আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৭ রান করে বরিশাল। ৪০ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। ওপেনিংয়ে তিনি নাজমুল হোসেন শান্তর (৪১) সঙ্গে ৮১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর ২৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন মেয়ার্স।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh