স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবারের দল অন্যবারের থেকে একটু আলাদা, কারণ অনেক বেশি অলরাউন্ডার রয়েছে এই স্কোয়াডে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দলে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। বরাবরের মতো অস্ট্রেলিয়া হাজির হচ্ছে ভারি পেস বোলিংলাইন নিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh