মুলতান টেস্ট

নোমান-সাজিদের ঘূর্ণির পর বড় লিডের পথে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না নোমান আলী ও সাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজকে সামনে রেখে এই দুই স্পিনারকে ফেরায় পাকিস্তান। তাঁদের ফেরানো কেমন কাজ দিয়েছে সেটি ক্যারিবীয়দের স্কোরবোর্ডের দিকে তাকালেই বুঝা যাবে। 

উইন্ডিজের প্রথম ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানি স্পিনাররা। সফরকারীরা থেমেছে ১৩৭ রানে। তার মধ্যে ৯ উইকেট নিয়েছেন নোমান-সাজিদ জুটি। বাকি উইকেটটি আরেক স্পিনার আবরার আহমেদের। নোমানের শিকার ৫ উইকেট। 

পাকিস্তানের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি উইন্ডিজের টপ অর্ডার ব্যাটাররা। ৬৬ রানে হারিয়ে বসে ৮ উইকেট। সফরকারীরা দলীয় শতক পেরোয় লেজের ব্যাটারদের ওপর ভর করে। তার মধ্যে জোমেল ওয়ারিকেন করেন সর্বোচ্চ ৩১* রান। ১৯ রান করেন গুড়াকেশ মোটি। ২২ রান জেইডেন সিলসের। শেষ উইকেটে ২১ বলে ৪৬ রানের জুটি গড়েন ওয়ারিকেন ও সিলস। 

উইন্ডিজকে অল্পতে থামিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকেরা ওপেনার ও অধিনায়ক শান মাসুদের (৫২) ফিফটিতে তৃতীয় দিন পার করেছে ৩ উইকেটে ১০৯ রান নিয়ে। পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ২৩০ রান। আগামীকাল কামরান গোলাম ৯ ও সৌদ শাকিল ২ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ২ উইকেট নেন ওয়ারিকেন। 

এর আগে মুলতান টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে করে ২৩০ রান। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে তারা। সৌদ শাকিল ৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে থামেন ৮৪ রানে। আর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ৫১ রান নিয়ে দিন শুরু করে আউট হন ৭১ রানে । দুজনের পঞ্চম উইকেটের ১৪১ রানের জুটি থামান কেভিন সিনক্লেয়ার। পাকিস্তানের প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন ওয়ারিকেন ও সিলস। ২ উইকেট নেন সিনক্লেয়ার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh