১২২ লক্ষ্য। কুড়ি ওভারের ক্রিকেটে এ আর এমন কী! তবে সহজ ম্যাচ কঠিন করে জিততে হয়েছে ফরচুন বরিশালকে। তামিম ইকবালরা ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে চিটাগং কিংসের বিপক্ষে।
লক্ষ্য তাড়া করতে নেমে ধীর স্থির শুরু করেছিল বরিশাল। ৩ ওভারে
করে ১৪ রান। তবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ডেভিড মালানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান
আউট হন তামিম (৮)। ওপেনিং জুটি ভাঙার পরপরই বিপদ আরও বাড়ে বরিশালের।
তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৬) বড় করতে পারেননি ইনিংস। খালেদ আহমেদের তোপে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে বরিশাল। তবে মালান আর বিপদে পড়তে দেননি দলকে। মোহাম্মদ নবীর (২৬*) সঙ্গে পঞ্চম উইকেটে ৬৯ রানের নিরিবিচ্ছিন্ন জুটি গড়ে বরিশালকে এনে দেন জয়। ইংলিশ ব্যাটার ৪১ বলে করেন অপরাজিত ৫৬ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
তার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২১ রান করে চিটাগং। ভালো শুরুর আভাস দিলেও পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার উসমান খান (১৯), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৩৫) ও আরাফাত সানি (২৭*) ছাড়া চট্টগ্রামের আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ। ২ উইকেট নেন তানভির ইসলাম।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এবারের বিপিএল তালিকায় দুইয়ে
আছে বরিশাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ক্রিকেট বিপিএল ডেভিড মালান
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh