ফেব্রুয়ারিতে মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম

সম্পর্কটা ছিল বন্ধুত্বের। মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদশের ক্রিকেটকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কটা সাপে-নেউলের। বাংলাদেশের এই দুই তারকাকে আবারও দেখা যেতে পারে মুখোমুখি। 

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম এবারের বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালের। তবে রাজনৈতিক কারণে সাকিব খেলতে পারছেন না। খেলা হচ্ছে না দেশের জার্সিতেও। তবে বাংলাদশের এই দুই কিংবদন্তিকে দেখা যাবে আসন্ন লিজেন্ড নাইন্টি লিগে। সাবেক ক্রিকেটারদের নিয়ে হয়ে থাকে এই টুর্নামেন্ট। 

দুই তারকাই খেলবেন ভিন্ন ভিন্ন দলে। সাকিব আগেই চুক্তি করেছেন টুর্নামেন্টের দল দুবাই জায়ান্টসের সঙ্গে। তামিম যোগ দিয়েছেন বিগ বয়েজ স্কোয়াডে। গতকাল লিজেন্ড নাইন্টি লিগের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেন এই বাঁহাতি ওপেনার। 

তামিম বলেছেন, ‘আমি উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি, আমি লিজেন্ড নাইন্টি লিগে অংশ নিচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি থেকে রায়পুরে হতে যাওয়ার টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেট কিংবদন্তি ও আমার দিকে চোখ রাখুন। এটা কিংবদন্তিময় হতে যাচ্ছে, দেখা হবে।’

বিভিন্ন নাটকীয়তার পর সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণার সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার আশা ব্যক্ত করেছিলেন তামিম। সাকিবও অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে। চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকেও বিদায়ের আশা করেছিলেন। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না তাঁর। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে রেখে চ্যাম্পিয়নস ট্রফির দল দিতে চেয়েছিল। তবে চেন্নাইয়ে দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষায়ও অকৃতকার্য হন তিনি। নিষেধাজ্ঞা থাকায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব। তবে খেলতে পারবেন ব্যাটার হিসেবে। 

লিজেন্ড নাইনটি লিগ হবে ভারতের রায়পুরে। সাবেক ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট চলবে ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেই দেখা হতে যাচ্ছে দুই ‘শত্রু’ সাকিব-তামিমের। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh