আইসিসির নিয়ম মানলেও রোহিতকে পাকিস্তানে পাঠাবে তো ভারত

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত নির্দেশনা মেনে চলবে বলে স্পষ্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশেষ করে অফিশিয়াল লোগো সংক্রান্ত বিষয় নিয়ে সচেতন থাকবে তারা। বিসিসিআই নিশ্চিত করেছে, ভারত দলের জার্সিতে আইসিসির অফিশিয়াল লোগো থাকবে, যেটার মধ্যে পাকিস্তানের ছাপ রয়েছে। 

ভারতীয় জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো নিয়ে বিতর্কের অবসানে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আইসিসির গাইডলাইনে যেটা আছে সেটা আমরা মেনে চলব।’ 

নিয়ম অনুযায়ী, আইসিসির যেকোনো টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের জার্সিতে লোগোর নিচে আয়োজক দেশের নাম থাকে। এমনকি ম্যাচ অন্য দেশে হলেও। তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম জার্সিতে রাখতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। সেটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমালোচনার মুখে পড়ায় সাইকিয়ার বক্তব্য, ‘আমরা আইসিসির নিয়ম অনুসরণ করব।’ 

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে ভারত তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় রোহিত শর্মাদের জন্য এই হাইব্রিড মডেল। 

শুধু তাই নয়। উদ্বোধনী অনুষ্ঠান, সংবাদ সম্মেলেন ও অধিনায়কদের ফটোসেশনের জন্য রোহিতকে পাকিস্তানে না পাঠানোর সম্ভাবনায় বেশি বিসিসিআইয়ের। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখনো এই সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। 

প্রতিবেশি হলেও রাজনৈতিক সংকটের কারণে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ২০০৮ সাল থেকে। দুই দলের দেখা হয় বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টে। এবার তো শুরুতে পাকিস্তানে চ্যাম্পিয়নস না খেলারও সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আর পিসিবিও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh