টি-টোয়েন্টির বর্ষসেরা দলে চ্যাম্পিয়ন ভারতের ৪, নেই বাংলাদেশের কেউ

ব্রিজটাউনে গত জুনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের চার ভারতীয় জায়গা পেয়েছেন আজ ঘোষিত আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। 

গত বছর ছিল ভারতের আক্ষেপ ঘোচানোর। ১১ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি শিরোপার স্বাদ পায় তারা। ২০২৩ সালে দুটি বিশ্বকাপে হেরেছিল ভারত। সেই বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্বপ্ন ভাঙে রোহিতদের। নভেম্বরে নিজেদের মাটিতে অজিদের বিপক্ষেই হারে ওয়ানডে বিশ্বকাপ। 

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ হতে হয়নি ভারতকে। ২০০৭ সালের পর প্রথমবার ঘরে তোলে সীমিত ওভারের এই বিশ্বকাপ। শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই টি-টোয়েন্টিকে বিদায় বলেন রোহিত ও বিরাট কোহলি। তাঁদের দেখানো পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রবীন্দ্র জাদেজাও। 

অবশ্য রোহিত ছাড়া এই দুজনের কেউ টি-টোয়েন্টির বর্ষসেরা দলে জায়গা পাননি। তবে জায়গা পেয়েছেন অন্য তিন ভারতীয়—হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার একজন করে। নেই বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার কেউ। অন্য টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিউজিল্যান্ড ও বাংলাদেশেরও কেউ নেই। 

আইসিসি বর্ষসেরা একাদশের নেতৃত্বে আছেন রোহিত আর উইকেটরক্ষক হিসেবে আছেন উইন্ডিজের নিকোলাস পুরান। 

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (ভারত), ট্রাভিস হেড, ফিল্ট সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh